নবীগঞ্জ প্রতিনিধি : গরু চুরির ঘটনাটি অবশেষে উদঘাটন হয়েছে। থানা পুলিশ মামলার স্বার্থে আটককৃত দুই চোরকে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে। অপরদিকে চোরদের রিমান্ডে এনে তার সাথে জড়িত স্থানীয় চোরদের পরিচয় ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রঘু দাউদপুর গ্রামের মৃত মছিদ উল্লার পুত্র মহব্বত মিয়ার ৪টি গরু চুরি হয়।
পরদিন চুরি হওয়া ৪টি গরু উদ্ধার ও ২ চোরকে মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশ আটক করে। খবর পেয়ে মালিক মহব্বত মিয়া নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রাজনগর থানা পুলিশের কাছ থেকে চুরি হওয়া ৪ টি গরু ও আটককৃত ২ চোরকে নবীগঞ্জ থানা পুলিশের জিম্মায় আনে। পরে গরুর মালিক সংশ্লিষ্ট আইনে আটককৃত ২ চোর মৌলভীবাজার জেলার সদর থানার খলিলপুর ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত মখলিছুর রহমানের পুত্র আবু আহমদ (৪৫) ও একই জেলার রাজনগর থানার মনসুরনগর ইউনিয়নের মালিকোনা গ্রামের আব্দুল করিমের পুত্র মুজিব হাসান (৩২)কে আসামী করে আরো ৪/৫ জনকে অজ্ঞাত রেখে নবীগঞ্জ থানায় গত ৭ ফেব্রুয়ারি মামলা নং-৫ দায়ের করেন।
নবীগঞ্জ থানা পুলিশ আটককৃত ২ চোরকে হবিগঞ্জ বিজ্ঞ বিচারকের কাছে সোপর্দ করে। বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ ব্যাপারে জানতে চাইলে-মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এসআই আব্দুল ওয়াদুদ জানান-চুরির সাথে স্থানীয় লোকদের সম্পৃক্ত ও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ওই এলাকায় গিয়ে আরও জানা গেছে-বিগত কয়েক মাস পূর্বে রঘু দাউদপুর গ্রামের মৃত কাপ্তান মিয়ার পুত্র মোঃ টিপু মিয়া, মৃত তাজু মিয়ার পুত্র তাহিদ মিয়ার গরু চুরি হয় এবং তালেব মিয়ার একটি গাভী চোরেরা ছুরিকাঘাত করে নাড়িভুরি বের করে ফেলে যায়।