নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন শেখ মহিউদ্দিন। আগামী বুধবার থেকে তিনি যোগদার করবেন। শেখ মহিউদ্দিন ইউএনও বিশ্বজিৎ কুমার পাল এর স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। এর পর তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়। ১৫ই জুলাই সিলেট বিভাগীয় কমিশনার (এনডিসি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ মহিউদ্দিনকে নবীগঞ্জ উপজেলার ইউএনও হিসেবে বদলী করা হয়।
উল্লেখ্য, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল গ্রীসের এথেন্স দূতাবাসের প্রথম সচিব হিসেবে পদায়ন হয়েছেন।সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক পত্রে এ প্রজ্ঞাপন জারী করা হয়।নবীগঞ্জে যোগদানের পর থেকে সততার সহিত বিচক্ষণভাবে কাজ করছিলেন ইউএনও বিশ্বজিৎ কুমার পাল।