নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজীর ভাই নাহিদ গাজী ও নাহিদ গাজীর স্ত্রী
ফাহিমা চৌধুরী মনি করোনা ভাইরাসে আক্রান্ত। ২৪ জুন রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। নাহিদ গাজী ও নাহিদ গাজীর স্ত্রী ফাহিমা চৌধুরী মনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা সিটি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নাহিদ গাজী পরিবারের লোক।নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করে সকলের কাছে দোয়া কামনা করেছেন।