স্টাফ রিপোর্টার : বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়ার সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস। বক্তব্য রাখেন এস আই শিমুল রায়, তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক শিব্বির আহমদ আরজু, ৪নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাদির,ইউপি সদস্য স্বরাজ মিয়া, ইউপি সদস্য ইসতিয়াক হোসেন লেমন, ৪নং ইউপি যুবলীগ সভাপতি মোঃ আবুল কাশেম, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদ নির্বাহী সদস্য হাফেজ আব্দুল মুকিত, সংরক্ষিত মহিলা সদস্য হেনা আক্তার দীনা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, ধর্ষণ এবং নারী নির্যাতন রোধে পুলিশ অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। মনে রাখুন ধর্ষক কোন দল, ধর্ম, গোত্র বা জাতির নয়, ধর্ষকরা হচ্ছে জাতীয় শত্রু। নারী নির্যাতন, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ধর্ষণের ক্ষেত্রে এখন আইন হয়েছে মৃত্যুদন্ড। আগে ধর্ষকের শাস্তি হতো ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। আর এখন বিদ্যমান আইনে বিভিন্নজনের স্বাক্ষীর মাধ্যমে ধর্ষণ করার আলামত পেলে আদালতে যথাযথ রিপোর্ট প্রেরণ করতে কোন সমস্যা নাই পুলিশের। কাজেই অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় নয়।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া বলেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল ব্যক্তি। আমরা প্রত্যেকের পরিবারের সদস্যদের যদি এ ক্ষেত্রে সচেতন করে তুলি তাহলে অনেকাংশে নারী নির্যাতন, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন অপরাধ হ্রাস পাবে। এ ক্ষেত্রে পুলিশের পাশাপাশি আমরা যারা জনপ্রতিনিধি আছি আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে।

অতিদ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড আইন করায় ৪নং ইউনিয়নবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শিব্বির আহমদ আরজু বলেন, সচেতন মহলরা এগিয়ে আসলে সমাজ থেকে অপরাধ অনেক কমে যাবে। এ সমাজের একটি অংশ প্রতিবাদী মানুষদের দমন করতে চায়। এতে করে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পায়। সমাজকে সুস্থ এবং শৃঙ্খল রাখতে অপরাধীদের সহযোগিতা নয়, দমনে মনোযোগি হতে সবার প্রতি তিনি আহবান জানান।
এসয় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্যানিংগঞ্জ বাজার পূবালী ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ ফজলু মিয়া, বিশিষ্ট মুরুব্বী জালাল মিয়া, মজনু মিয়া, উপজেলা যুবলীগ নেতা আব্দুস সালাম ও তথ্য উদ্যোক্তা আনসার আলী প্রমুখ।