শিব্বির আহমদ আরজু : পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে সারা দেশে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতন রোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জের বানিয়াচংয়েও শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টা থেকে সকল বিটে যথাযোগ্যভাবে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এতে ১০নং সুবিদপুর বিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( বানিয়াচং সার্কেল) শেখ মোহাম্মদ সেলিম। বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন, ছাত্র- শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ী, নারীনেত্রীসহ সকল শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। প্রত্যেক বিট পুলিশিং সভায় সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গের কথা বিট পুলিশিংয়ের প্রধান শুনেন এবং অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন তরঙ্গ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আইজিপি স্যারের নির্দেশে সারা দেশে একযোগে ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করা।

ধর্ষণের বিরুদ্ধে মাননীয় সরকার মৃত্যুদন্ডের আইন পাশ করেছেন। একযোগে সারাদেশে বিট পুলিশিং সভা করার উদ্দেশ্য হচ্ছে ধর্ষণ এর অপরাধ ‘মৃত্যুদন্ড’ এটা জানিয়ে দেওয়া। পাশাপাশি সকল অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স হিসেবে নিয়েছেন। আর এ ক্ষেত্রে খুব আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। এ ক্ষেত্রে সচেতন মহল পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, অপরাধ দমনে খুব গুরুত্বসহকারে কাজ করছে পুলিশ।