নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সিলেট এমসি কলেজে, নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষককদের সর্বোচ্চ শাস্তি “ফাঁসির” দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখা।

সোমবার ( ৫ অক্টোবর) বাদ আছর উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জমিয়ত সভাপতি শায়খ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও যুব জমিয়ত নেতা মাওলানা শেখ বশীর আহমদের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল জলিল ইউসূফী ও মাওলানা শায়খ ইকবাল হুসাইন। এসময় উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দসহ বিক্ষুব্ধ ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।