শেখ মোঃ আলমগীর : দেশ এবং সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করবে বানিয়াচং ইসলামি নাগরিক ফোরাম। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় কার্যকরি কমিটির এক সভায় বলেছেন বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি এড. শেখ শুয়াইব আহমদ। তিনি আরও বলেন, ভালো কিছু করতে হলে কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে উঠে। এদের সামাজিক কোন ভিত্তি নেই। যে কোন ষড়যন্ত্র রুখে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ইসলামি নাগরিক ফোরাম সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আমাদের অবস্থান থেকে সমাজ এবং দেশের জন্য কিছু করতে চাই। এ ক্ষেত্রে দায়িত্বশীলসহ সদস্যদের সচেতন এবং ত্যাগ শিকার করতে হবে।
ফোরামের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম এর সঞ্চালণায় বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মাওলানা শাহ খলিল আহমদ, সহসভাপতি মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মাওলানা আব্দুল হালিম নোমানী আল আজহারী ও হাফেজ শিব্বির আহমদ আরজু,
মোঃ আব্দাল মিয়া, আনোয়ার হোসেন আলতু, মাওলানা মোজাম্মিল হোসেন, হাফেজ আখলাকুর রহমান খান পিয়ার, লিমন খান ও মাহমুদ আলী।