ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচংয়ে হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত Logo বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদের উদ্যোগে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন এমপি মজিদ খান Logo বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা Logo নৌকা মার্কার সমর্থনে বানিয়াচং দক্ষিণ যাত্রাপাশা বনমুথুরা ভূমিহীন নারী-পুরুষের মিছিল Logo বানিয়াচংয়ে সরকারি প্রণোদনার ৭ হাজার ১শ’ কৃষককে সার-বীজ প্রদান Logo বানিয়াচংয়ে ফারুক চৌধুরী মিতুর মৃত্যুতে আলহাজ্ব রেজাউল মোহিত খানের শোক Logo বর্ণাঢ্য আয়োজনে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত Logo এমপি আব্দুল মজিদ খানকে দলীয় নমিনেশন দেওয়ার দাবীতে বানিয়াচং ২নং ইউনিয়ন আ’লীগের সভা Logo বানিয়াচং ৫/৬নং ভূমি অফিসের তহশিলদার রেজাউল করিম স্ট্যান্ড রিলিজ

দেশপ্রেমিক পুলিশের সাহসীকতায় বন্ধ হলো সংঘাত

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০১:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে

অফিসের কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় রওনা করব এমন সময় কনস্টেবল সাহিন ভাই আমাকে বলেন রেজাউল ভাই আমাকে একটু মেন্দিবাগ পয়েন্টে নিয়ে যান আমাদের অফিসে কর্মরত হামিদ ভাই অসুস্থ আনারশ কিনতে হবে। মেন্দিবাগ পয়েন্ট থেকে আনারস কিনে শাহিন ভাই সহকারে উপশহর ট্রাফিক অফিসের উদ্দেশ্যে রওনা করি। অফিসের কাছাকাছি আসার পরেই দেখতে পাই ট্রাফিক অফিসের সামনে ময়না মিয়ার কলোনীর ভিতর থেকে একদল এবং পাশের অন্য আরেকটি কলোনী অন্যএকটি দল দেশিও অস্ত্র যেমন দা, বটি, লাটি, পাইপ ইত্যাদি নিয়ে দুই পক্ষে বেশ উত্তেজনা বিরাজমান। কিছু ব্যবসায়ীগন বাধা দিতে গিয়ে ব্যর্থহয়েছেন।

রাস্তায় গাড়ী চলাচল তখন বন্ধ, মারামারি লেগেছে এই দিকে না যাওয়ার জন্যে কিছু লোকজন নিষেধ করেছে, কথা টি আমি কানে না নিয়ে বাইকের হর্ন চেপে ধরি এবং পিকাপ বারিয়ে দেই বাইক টির আওয়াজ বেড়ে যায়, তখন বাইক নিয়ে প্রায় দুই পক্ষের মধ্যে চলে যাই। তখন আমি উপস্থিত বুদ্ধি খাটিয়ে পকেটে থাকা বাঁশি ভের করে জুড়ে জুড়ে হুইসেল মারতে থাকি এবং ৭/৫ না ভেবে সাহসীকতার সাথে এগিয়ে যাই আর একটি স্টিলের পাইপ একজন দাঙ্গা কারির কাছ থেকে হেছকা টানদিয়ে কেরে নেই এবং দুই পার্টিকে দুই দিকে ধাওয়া করি এবং ছত্র ভঙ্গ করতে সক্ষম হই। সেই সাথে উপস্থিত জনতাকে নিজ নিজ কাজে এবং অন্যদের কে বাসায় চলে যাওয়ার জন্য বলি।

য়পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ি থেকে একটি টহল পার্টি আসে। এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে উপস্থিত সাক্ষী গনের কাছ থেকে ঘটনা জেনে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। জে ব্লক বাজার ব্যবসায়ীগন এবং ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্য গন আমার এই সাহসীকতার জন্য প্রশংসা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। সবার মন্তব্য যদি আমি এগিয়ে না আসতাম তাহলে আহত কিংবা নিহতের ঘটনা ঘটে যেত। সবাই যখন আমাকে নিয়ে এই ভাবে প্রশংসা করতে থাকে শুনে আমার ও ভালো লাগলো। সত্যি খুব আনন্দ লাগছে এই ভেবে যে আজ আমার কারনে বড় ধরনের একটি অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে পারেনি।

উল্লেখ্য, রেজাউল আলম নাসিম হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত প্রথমরেখ গ্রামের প্রয়াত বীর মুক্তযোদ্ধা আব্দুল আলীমের ছেলে।

লেখক : রেজাউল আলম নাসিম, ট্রাফিক অফিস,এসএমপি,সিলেট।

ট্যাগস

বানিয়াচংয়ে হবিগঞ্জ শিক্ষা-সংস্কৃতি উন্নয়ন পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত

দেশপ্রেমিক পুলিশের সাহসীকতায় বন্ধ হলো সংঘাত

আপডেট সময় ০১:১৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

অফিসের কাজ শেষ করে প্রতিদিনের মতো বাসায় রওনা করব এমন সময় কনস্টেবল সাহিন ভাই আমাকে বলেন রেজাউল ভাই আমাকে একটু মেন্দিবাগ পয়েন্টে নিয়ে যান আমাদের অফিসে কর্মরত হামিদ ভাই অসুস্থ আনারশ কিনতে হবে। মেন্দিবাগ পয়েন্ট থেকে আনারস কিনে শাহিন ভাই সহকারে উপশহর ট্রাফিক অফিসের উদ্দেশ্যে রওনা করি। অফিসের কাছাকাছি আসার পরেই দেখতে পাই ট্রাফিক অফিসের সামনে ময়না মিয়ার কলোনীর ভিতর থেকে একদল এবং পাশের অন্য আরেকটি কলোনী অন্যএকটি দল দেশিও অস্ত্র যেমন দা, বটি, লাটি, পাইপ ইত্যাদি নিয়ে দুই পক্ষে বেশ উত্তেজনা বিরাজমান। কিছু ব্যবসায়ীগন বাধা দিতে গিয়ে ব্যর্থহয়েছেন।

রাস্তায় গাড়ী চলাচল তখন বন্ধ, মারামারি লেগেছে এই দিকে না যাওয়ার জন্যে কিছু লোকজন নিষেধ করেছে, কথা টি আমি কানে না নিয়ে বাইকের হর্ন চেপে ধরি এবং পিকাপ বারিয়ে দেই বাইক টির আওয়াজ বেড়ে যায়, তখন বাইক নিয়ে প্রায় দুই পক্ষের মধ্যে চলে যাই। তখন আমি উপস্থিত বুদ্ধি খাটিয়ে পকেটে থাকা বাঁশি ভের করে জুড়ে জুড়ে হুইসেল মারতে থাকি এবং ৭/৫ না ভেবে সাহসীকতার সাথে এগিয়ে যাই আর একটি স্টিলের পাইপ একজন দাঙ্গা কারির কাছ থেকে হেছকা টানদিয়ে কেরে নেই এবং দুই পার্টিকে দুই দিকে ধাওয়া করি এবং ছত্র ভঙ্গ করতে সক্ষম হই। সেই সাথে উপস্থিত জনতাকে নিজ নিজ কাজে এবং অন্যদের কে বাসায় চলে যাওয়ার জন্য বলি।

য়পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ি থেকে একটি টহল পার্টি আসে। এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে উপস্থিত সাক্ষী গনের কাছ থেকে ঘটনা জেনে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করেন। জে ব্লক বাজার ব্যবসায়ীগন এবং ফাঁড়ি থেকে আগত পুলিশ সদস্য গন আমার এই সাহসীকতার জন্য প্রশংসা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করেন। সবার মন্তব্য যদি আমি এগিয়ে না আসতাম তাহলে আহত কিংবা নিহতের ঘটনা ঘটে যেত। সবাই যখন আমাকে নিয়ে এই ভাবে প্রশংসা করতে থাকে শুনে আমার ও ভালো লাগলো। সত্যি খুব আনন্দ লাগছে এই ভেবে যে আজ আমার কারনে বড় ধরনের একটি অপ্রীতিকর ঘটনা সংঘটিত হতে পারেনি।

উল্লেখ্য, রেজাউল আলম নাসিম হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত প্রথমরেখ গ্রামের প্রয়াত বীর মুক্তযোদ্ধা আব্দুল আলীমের ছেলে।

লেখক : রেজাউল আলম নাসিম, ট্রাফিক অফিস,এসএমপি,সিলেট।