অরুপ দাস ।।
দেখা থেকে লেখা। অর্থাৎ বোধশক্তি হওয়ার পর থেকেই যা দেখেছি তাতে সর্ববিষয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো মানুষ উল্লেখিত আপাদমস্তক ভদ্রলোক। আর এই বিশ্বাসের ভিত্তি তৈরী হয়েছে উনার জীবনাচরণ থেকেই। মানে উনার মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও চারিত্রিক দৃঢ়তা থেকে। বলছি এক আলোকিত রাজনৈতিক ব্যক্তিত্বের কথা। উল্লেখিত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এমপি আব্দুল মজিদ খানের গ্রামে আমার ও জন্ম। সেই জন্য নিজেকে সর্বদাই সৌভাগ্যবান মনে করি। আর তারই সুবাদে উনাকে ছোট্ট বেলা থেকেই কাছ থেকে দেখা এবং জানার সুযোগ হয়েছে। শুধু তাই নয়, বলতে পারেন জীবন আমার ধন্য উনার মতো এত বড় জাতীয় নেতার সাহচার্য লাভের সুযোগ পাওয়ার। আর এতে নিবিড়ভাবে যা দেখেছি, মিশেছি তা আমাকে অভিভূত করেছে।

উনার কর্মময় জীবনের ব্যাপ্তি সত্যিই বিশাল। নিজ নির্বাচনী এলাকা বানিয়াচং-আজমিরীগঞ্জে সর্বক্ষেত্রে উন্নয়নের শ্রীবৃদ্ধির হার সর্বকালের রেকর্ড ভেঙেছেন শুধু তাই নয় প্রত্যেক মানুষের বিপদে -আপদে দরদী মন দিয়ে এগিয়ে আসেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। সত্যি কথা বলতে কি, উনার প্রধান ও একমাত্র ব্রত মানবকল্যাণ। আর এই মানবকল্যাণের জন্যই কিন্তু সৃষ্টিকর্তা মানুষকে শ্রেষ্ঠ করেছেন……..
এদিকে ব্যক্তি মজিদ খানের রাজনৈতিক জীবনের পাশাপাশি পারিবারিক, সমাজজীবনে ও অন্যের প্রতি আচার-আচরণ আলোকিত মানুষের মত। মমত্ববোধ, মৈত্রী এবং সমঝোতার অন্বেষণে উনার প্রয়াস অক্লান্ত। সাংঘর্ষিক ও সহিংস রাজনীতির বিরুদ্ধে উনার প্রতিরোধ খুব সুদৃঢ় অথচ তা নম্র ও শান্তভাবে। সঙ্গত কারণেই বাস্তবতায় দল -মত-নির্বিশেষে হবিগঞ্জ জেলার রাজনীতিতে আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান আজ সর্বজন শ্রদ্ধেয় আলোকিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব। আজ উনার শুভ জন্মদিন।
শ্রম ও কর্মে দেদীপ্যমান এমপি মহোদয়। শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম।
লেখক : প্রভাষক, আইডিয়েল কলেজ, বানিয়াচং, হবিগঞ্জ।