বীরেশ চন্দ্র সরকার :
আজমিরীগঞ্জ উপজেলার অবহেলিত একটি জনপদের নাম ঝিলুয়া। এ গ্রামটিতে প্রায় বছরই বন্যায় আঘাত হানে বৈশাখী ফসলে না হয় বর্ষা মৌসুমে। এ যেন প্রকৃতির চিরাচরিত রূপ। এবারও এর ব্যতিক্রম হয়নি। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ঝিলুয়া গ্রাম এখন বন্যাকবলিত। পানি বন্দি অবস্থায় অতিবাহিত করছে অনেক অসহায় পরিবার। দীর্ঘমেয়াদী বন্যার ফলে আসবাবপত্র, গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছে নিম্নাঞ্চলের বানভাসী মানুষ। এ গ্রামে কোন আশ্রয় কেন্দ্র না থাকায় ভানবাসীরা আত্মীয়-স্বজনের বাড়িতে এবং কিছু সংখ্যক পরিবার ঘরের ভিতর মাচা তৈরী করে মানবেতর জীবন-যাপন করছেন। তলিয়ে গেছে ঝিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচতলা, খড়ের স্তুপ, মাছের পুকুর ও গ্রামের একমাত্র স্থানীয় ভৈরব বাজার। এতে মারাত্মক সমস্যায় পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের এহেন তান্ডবলীলায় নিঃস্ব হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। তা ছাড়া বন্যায় ধ্বংস হচ্ছে গাছপালা ও ঘর বাড়ি। সঙ্কট পড়েছে বিশুদ্ধ পানির। পায়নি সরকারের পক্ষ থেকে কোন ধরনের মানবিক সাহায্য সহযোগিতা ও ত্রাণসামগ্রী। এমন অসহায়, বিপন্ন দুর্গম হাওরাঞ্চলের জনগণের দুর্ভোগ লাঘবে এ গ্রামে একটি বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।
বীরেশ চন্দ্র সরকার
গ্রাম : ঝিলুয়া, আজমিরীগঞ্জ।
০১৭৩৩-১২৬১৬৪