তরঙ্গ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অনুরাগ-বিরাগের বিষয় নয়, দলের প্রয়োজনে মহাসচিব পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দলের প্রয়োজনে কাউকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষমতা দল তাকে দিয়েছে জানিয়ে জিএম কাদের আরও বলেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। দলকে সামনের দিকে এগিয়ে নিতে মহাসচিব পদে পরিবর্তন আনা হয়েছে।
এর আগে জাপা চেয়ারম্যান সার্কিট হাউজে পৌঁছলে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
হঠাৎ করে গত রবিবার মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে দলটির মহাসচিব করেন চেয়ারম্যান জিএম কাদের। ওইদিন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে মহাসচিব পদে বদল এনেছেন চেয়ারম্যান জিএম কাদের। সূত্র : দৈনিক দেশ রূপান্তর