নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বানিয়াচং উপজেলা ছাত্রদলের ২ যুগ্ম আহবায়ককে অব্যাহতি প্রদান করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুস সাকিব স্বাক্ষরিত কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে হবিগঞ্জ জেলা ছাত্রদল এর সভাপতি এমদাদুল হক এমরান ও সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী বানিয়াচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জহির লস্কর ও দেলোয়ার হোসেনকে পদ থেকে অব্যাহতি প্রদান করেন। এর আগে তাদেরকে শোকজ করলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় অব্যাহতি প্রদান করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু তরঙ্গ টুয়েন্টি ফোর ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্রায় একমাস আগে বানিয়াচং উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিকে প্রত্যাখান করে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেছিলেন এ ২ যুগ্ম আহবায়ক।