।। জাহাঙ্গির সিদ্দিকী ।।
তুমি কি ভাই আমায় নিবে
দিগন্তের ঐ ছোট্ট গাঁয়ে
শিশির ছোঁয়ায় ধানগুলো যার
প্রফুল্লতা আনতো বয়ে।
যেথায় কৃষাণ সাধনাতে
সোনার আবাদ করতো
ঘোলা ভরা আহরণে
সব দুঃখ ভুলতো।
যারা ঝঞ্ঝা তুফান ঝাপটাকে
পরওয়া করে না অন্তরায়
তাদের তরে যাওনা নিয়ে
মনটা আমার যাবে সেথায়।
তাদের দেখে মন জুড়াব
করবো সুখের ভাগাভাগি
মোটা ভাতের গন্ধ শুঁকে
প্রাণটা আমার হবে বাগি।
আড়াল থেকে আঁচল নারী
দু’চোখ মেলে দেখবে আমায়
আমি তখন খানিক লাজে
চোখ নোয়াব ভাতের থালায়।
রাখাল সঙ্গ পেতে আমি
যাবো যে ভাই তপ্ত মাঠে
গা যে আমার শিউরে উঠবে
আগুনজ্বলা রোদের ছিটে।
থির দুপুরে দস্যি সাথে
ছুটবো সেথা বাড়ি বাড়ি
শক্ত মাটির হোঁচট খেয়ে
পল্লী বালার আঁখি কাড়ি ।
(প্রায় ১৩ বছর আগে কাঁচা হাতের লেখা)
১০/১১/২০০৬
ক্যান্টনমেন্ট কলেজ,সিলেট।