শেখ মোঃ আলমগীর, বানিয়াচং থেকে : বাংলাদেশ সেনা বাহিনীর সাবেক চীপ অফ স্টাফ ও সাবেক এমপি মেজর জেনারেল এম এ রব’ বীর উত্তম’র ৪৫তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম পরিবার। শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক সাহিদুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম এর উপদেষ্টা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মখলিছ মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশেষ প্রতিনিধি আবদাল মিয়া, স্টাফ রিপোর্টার আক্তার হোসেন আলহাদী,প্রতিনিধি শেখ মোঃ আলমগীর ও বদরুল লস্কর। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সম্পাদক মখলিছ মিয়া বলেন, মেজর জেনারেল এম রব বীর উত্তম ছিলেন আমাদের বানিয়াচংয়ের গর্ব। তাঁর জীবনী জানা আমাদের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত অপরিহার্য। কিন্তু দু:খজনক হলেও সত্য যেভাবে মৃত্যু বার্ষিকী পালন করার কথা সেটা পরিলক্ষিত হচ্ছে না। আমাদের উচিৎ এ ক্ষণজন্মা মহান ব্যক্তিকে লেখনী এবং সভা/সেমিনারের মাধ্যমে তুলে ধরা। ছোট্ট পরিসরে হলেও তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম পরিবার মৃত্যুবার্ষিকী পালন করায় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।