নিজস্ব প্রতিবেদক : তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম এর বাহুবলস্থ বিশেষ প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক কাজী মাহমুদুল হক সুজনের পিতা অবসর প্রাপ্ত শিক্ষক কাজী আব্দুল হান্নান ওরফে মুহিব মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও হবিগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব রেজাউল মোহিত খান ও তরঙ্গ পরিবার। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোক জ্ঞাপনকারিরা হলেন, আইন উপদেষ্টা ও হবিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, উপদেষ্টা সম্পাদক মখলিছ মিয়া, সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু, নির্বাহী সম্পাদক সাহিদুর রহমান ও বিশেষ প্রতিনিধি আব্দাল মিয়া।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে বাহুবলের নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক ওরফে মুহিব মাস্টার ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান তিনি। ব্যক্তি জীবনে তিনি খুব পরিচ্ছন্ন ও সৎ মানুষ ছিলেন। ছিলেন ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর শ্রদ্ধারপাত্র।