সাহিদুর রহমান, বানিয়াচং থেকে : পূর্ব গগনে এখনো সূর্য উদিত হয়, পশ্চিমাকাশে হয় অস্ত। টেমস নদীর পানি গড়িয়েছে সীমাহীন, সব সংবাদ নয় ব্যর্থ। এমনি একটি সংবাদ হয়েছে “বানিয়াচং আদর্শ উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র শাওন ব্রেইন টিউমারে আক্রান্ত, বিন্দু বিন্দু সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ”।

৩১ আগস্ট ২০২০ খ্রি. তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম’র স্টাফ রিপোর্টার মোক্তাদির হাসান সেবুল এ মানবিক নিউজটি করেন। তরঙ্গতে আপলোড হওয়ার পর নজর পড়ে হবিগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি ও বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বিনাপ্রতিদ্বন্দি¦তায় সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ্ব রেজাউল মোহিত খান দিয়েছেন ৫ হাজার, বানিয়াচংয়ের সন্তান ইতালী প্রবাসী ফরহাদ শুয়েব ৮ হাজার, এনটিভি বানিয়াচং প্রতিনিধি আলহাদী ২ হাজার ও ওমান জনৈক প্রবাসী ১ হাজার ৪শসহ মোট ১৬ হাজার ৪শ’ টাকা চিকিৎসার জন্য জমা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ টাকা স্কুল ছাত্র শাওনের পিতা শাহ আলমের হাতে হস্তান্তর করেন তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম’র উপদেষ্টা সম্পাদক মখলিছ মিয়া, সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু, আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, তরঙ্গ টুয়েন্টিফোর ডট কম’র বিশেষ প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের বাণীর প্রতিনিধি আবদাল মিয়া, তরঙ্গ টুয়েন্টিফোর এর স্টাফ রিপোর্টার মোক্তাদির হাসান সেবুল, এনটিভি প্রতিনিধি আলহাদী, আমার হবিগঞ্জের প্রতিনিধি তানজিল হাসান সাগর প্রমুখ।
উল্লেখ্য, স্কুল ছাত্র শাওন উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের আমিরখানী গ্রামে।