ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নবীগঞ্জে ইফা কর্তৃক জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা Logo সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে জনসাধারণকে তথ্য জানাতে হবে : ড. আব্দুল হাকিম Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন : সভাপতি লিটন, সম্পাদক আব্দাল মিয়া Logo নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত : মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo আজ হবিগঞ্জ আসছেন কবির বিন আনোয়ার : জেলা আ’লীগ অফিসে উদ্বোধন করবেন স্মার্ট কর্নার Logo উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নির্বাচিত করুন : এমপি মজিদ খান Logo ইকরাম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন এমপি মজিদ খান Logo উন্নত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে সততা ডায়াগস্টিক সেন্টার উদ্বোধন Logo বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্রবাজদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হবে Logo বানিয়াচংয়ে ইকরাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাঁই : ব্যাপক ক্ষতি

তরঙ্গ২৪.কম এর পথচলা : কিছু কথা

শিব্বির আহমদ আরজু

বানিয়াচং একটি উপজেলা হলেও এর ঐতিহ্য এবং সুনাম সারা পৃথিবী ব্যাপি বিস্তৃত। এর ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন ও সমৃদ্ধ। যে গ্রামটিকে বলা হয়ে থাকে পৃথিবীর মহাগ্রাম। এ গ্রামে জন্ম নিয়েছেন অনেক মনীষী। জন্ম নিয়েছেন অনেক ওলি-আওলিয়া। রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। এ গ্রামে সামাজিক অঙ্গন অত্যন্ত সু-দৃঢ়। শিল্প-সাহিত্য ও ক্রিড়া ক্ষেত্রেও এর সুনাম ব্যাপক।

শিল্প ও সাহিত্যকে বুকে ধারণ করে ২০১৬ সালে সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র আত্ম প্রকাশ ঘটে। এ পত্রিকাটি ছিল প্রথমে অনিয়মিত। পরবর্তীতে পাঠকের চাহিদা থাকায় নিয়মিত করা হয়। সার্কুলেশন ২ হাজার কপির চাহিদা থাকলেও ১ হাজার কপি প্রকাশ হচ্ছে। এদত অঞ্চল শিল্প এলাকা না হওয়ায় বিজ্ঞাপন খুব কম। এরপরও পাঠকের চাহিদা বিবেচনা করে ৩ বছর যাবত পত্রিকাটি প্রায় নিয়মিত ভাবেই প্রকাশ হয়ে আসছে। গত ৩ মে ছিল পত্রিকাটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। সেটা উদযাপন করা হয়নি এ দূর্যোগের কারণে।

বর্তমানে ৪র্থ বছরে পদার্পন করেছে। দেশে এবং প্রবাসে অবস্থানরত পাঠকের চাহিদা ছিল পত্রিকাটি যেন অনলাইন সংস্করণ করা হয়। বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনা ভাইরাস কোভিট-১৯ এর ফলে অনেক জাতীয় পত্রিকাসহ আঞ্চলিক পত্রিকা প্রকাশনা বন্ধ রয়েছে। এ সুযোগে অনলাইন পোর্টালের দিকে ঝুঁকছেন পাঠক। পাঠকের আস্থা এবং বিশ্বাস ধরে রেখে দৈনন্দিন সব সংবাদ পরিবেশন করে যাচ্ছে অনলাইন পোর্টালগুলো। মাঝে-মধ্যে এর ব্যতিক্রমও হচ্ছে। তবে সেটা নিতান্তই নগণ্য। এখন তথ্য প্রযুক্তির যুগ। মুহূর্তের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে সব সংবাদ পাওয়া যাচ্ছে। কাজেই অনলাইন পত্রিকার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেটা সারা পৃথিবীতেই এর জনপ্রিয়তা ব্যাপক।

পাঠকের কথা বিবেচনা করে এ দূর্যোগ মুহূর্তেও সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ পরিবার ‘তরঙ্গ২৪.কম’ নামে অনলাইন সংস্করণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তরঙ্গ২৪.কম শিল্প ও সাহিত্যকে গুরুত্ব দিয়েই বস্তুনিষ্ঠ সব সংবাদ পরিবেশন করার দৃপ্ত শপথ নিয়েছে। এ ক্ষেত্রে কোন তাড়াহুড়া নেই। পাশাপাশি উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করে যাবে ‘তরঙ্গ২৪.কম’। কারও প্রতি রাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে কোন সংবাদ পরিবেশন করা হবে না। সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র ন্যায়-ই ‘তরঙ্গ২৪.কম’ পাঠকের আস্থা এবং বিশ্বাস ধরে রেখে সামনে এগিয়ে যাবে ইনশা আল্লাহ। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা একটি সমাজ তথা রাষ্ট্রকে অনেক এগিয়ে নিয়ে যায়। সে কাজটি আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে নির্মোহচিত্তে অবিরাম করে যাব এ আমাদের অঙ্গিকার।

এ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্বে রয়েছেন বানিয়াচং তথা হবিগঞ্জের আলোকিত দেশপ্রেমিক ব্যক্তিত্ব, হবিগঞ্জ রূপালী ম্যানশন এর সত্তাধিকারি ও সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেজাউল মোহিত খান। তিনি ‘তরঙ্গ’ সাহিত্য পত্রিকারও প্রায় জন্মলগ্ন থেকেই একই পদে আসীন আছেন। এ পত্রিকা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তিনি শক্ত হাতে তা দমন করেছেন। শুধু তাই নয় পত্রিকাকে এগিয়ে নিতে যা যা করা দরকার তা তিনি করে যাচ্ছেন নিখাদ ভাবে। এ মানুষটির স্বপ্ন ‘তরঙ্গ’ পত্রিকাটি একদিন দৈনিক হবে। হয়তো সেই দিন বেশি দূরে নয় সেটা বাস্তবায়ন হতে। অনেক ত্যাগ এবং প্রচেষ্টার মাধ্যমে সে স্বপ্নের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। যা সমাজ উন্নয়নে এক অপরিসীম ভূমিকা রেখে চলেছে সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’। আইন সম্পাদক হিসেবে রয়েছেন হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ। তিনি অত্যন্ত ভদ্র-বিনয়ী ও সম্মানী মানুষ। উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন বানিয়াচং এর বিশিষ্ট সাংবাদিক দৈনিক মানবজমিনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি মখলিছ মিয়া। তিনি একজন স্বজ্জন ও পরোপকারি ব্যক্তিত্ব। ‘তরঙ্গ’ পত্রিকা পাঠক প্রিয়তা পাওয়ার পেছনে এ সৃজনশীল মানুষটির অবদান অনস্বীকার্য।

তরঙ্গ২৪.কম অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন দৈনিক খোয়াই’র প্রতিনিধি ও সামাজিক ব্যক্তিত্ব মো. সাহিদুর রহমান। এখন পরিকল্পনা অনুযায়ি কাজ করতে হবে। জানি সেটা অনেক কঠিন ও দূর্বোধ্য। তবে চেষ্টার কোন ত্রুটি করা যাবে না। এ পত্রিকা প্রকাশের সাথে সাথে নিজেকে আরও ব্যস্ত করে ফেললাম। তবে আমি বিশ্বাস করি সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র বহু লেখক, অগণিত পাঠক এবং শুভানুধ্যায়িরা বরাবরের ন্যায় পাশে থাকবেন। শিল্প-সাহিত্য ও সুস্থ সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা রাখার দৃঢ় সংকল্প নিয়ে এ লেখার ইতি টানলাম। খোদা হাফেজ।

লেখক : সম্পাদক ও প্রকাশক ‘তরঙ্গ২৪.কম’।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে ইফা কর্তৃক জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

তরঙ্গ২৪.কম এর পথচলা : কিছু কথা

আপডেট সময় ০৩:৫৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০

শিব্বির আহমদ আরজু

বানিয়াচং একটি উপজেলা হলেও এর ঐতিহ্য এবং সুনাম সারা পৃথিবী ব্যাপি বিস্তৃত। এর ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন ও সমৃদ্ধ। যে গ্রামটিকে বলা হয়ে থাকে পৃথিবীর মহাগ্রাম। এ গ্রামে জন্ম নিয়েছেন অনেক মনীষী। জন্ম নিয়েছেন অনেক ওলি-আওলিয়া। রয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। এ গ্রামে সামাজিক অঙ্গন অত্যন্ত সু-দৃঢ়। শিল্প-সাহিত্য ও ক্রিড়া ক্ষেত্রেও এর সুনাম ব্যাপক।

শিল্প ও সাহিত্যকে বুকে ধারণ করে ২০১৬ সালে সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র আত্ম প্রকাশ ঘটে। এ পত্রিকাটি ছিল প্রথমে অনিয়মিত। পরবর্তীতে পাঠকের চাহিদা থাকায় নিয়মিত করা হয়। সার্কুলেশন ২ হাজার কপির চাহিদা থাকলেও ১ হাজার কপি প্রকাশ হচ্ছে। এদত অঞ্চল শিল্প এলাকা না হওয়ায় বিজ্ঞাপন খুব কম। এরপরও পাঠকের চাহিদা বিবেচনা করে ৩ বছর যাবত পত্রিকাটি প্রায় নিয়মিত ভাবেই প্রকাশ হয়ে আসছে। গত ৩ মে ছিল পত্রিকাটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী। সেটা উদযাপন করা হয়নি এ দূর্যোগের কারণে।

বর্তমানে ৪র্থ বছরে পদার্পন করেছে। দেশে এবং প্রবাসে অবস্থানরত পাঠকের চাহিদা ছিল পত্রিকাটি যেন অনলাইন সংস্করণ করা হয়। বিশ্বব্যাপি প্রাণঘাতি করোনা ভাইরাস কোভিট-১৯ এর ফলে অনেক জাতীয় পত্রিকাসহ আঞ্চলিক পত্রিকা প্রকাশনা বন্ধ রয়েছে। এ সুযোগে অনলাইন পোর্টালের দিকে ঝুঁকছেন পাঠক। পাঠকের আস্থা এবং বিশ্বাস ধরে রেখে দৈনন্দিন সব সংবাদ পরিবেশন করে যাচ্ছে অনলাইন পোর্টালগুলো। মাঝে-মধ্যে এর ব্যতিক্রমও হচ্ছে। তবে সেটা নিতান্তই নগণ্য। এখন তথ্য প্রযুক্তির যুগ। মুহূর্তের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে সব সংবাদ পাওয়া যাচ্ছে। কাজেই অনলাইন পত্রিকার গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেটা সারা পৃথিবীতেই এর জনপ্রিয়তা ব্যাপক।

পাঠকের কথা বিবেচনা করে এ দূর্যোগ মুহূর্তেও সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’ পরিবার ‘তরঙ্গ২৪.কম’ নামে অনলাইন সংস্করণ করার সিদ্ধান্ত নিয়েছেন। তরঙ্গ২৪.কম শিল্প ও সাহিত্যকে গুরুত্ব দিয়েই বস্তুনিষ্ঠ সব সংবাদ পরিবেশন করার দৃপ্ত শপথ নিয়েছে। এ ক্ষেত্রে কোন তাড়াহুড়া নেই। পাশাপাশি উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করে যাবে ‘তরঙ্গ২৪.কম’। কারও প্রতি রাগ কিংবা বিরাগের বশবর্তী হয়ে কোন সংবাদ পরিবেশন করা হবে না। সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র ন্যায়-ই ‘তরঙ্গ২৪.কম’ পাঠকের আস্থা এবং বিশ্বাস ধরে রেখে সামনে এগিয়ে যাবে ইনশা আল্লাহ। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা একটি সমাজ তথা রাষ্ট্রকে অনেক এগিয়ে নিয়ে যায়। সে কাজটি আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে নির্মোহচিত্তে অবিরাম করে যাব এ আমাদের অঙ্গিকার।

এ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্বে রয়েছেন বানিয়াচং তথা হবিগঞ্জের আলোকিত দেশপ্রেমিক ব্যক্তিত্ব, হবিগঞ্জ রূপালী ম্যানশন এর সত্তাধিকারি ও সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেজাউল মোহিত খান। তিনি ‘তরঙ্গ’ সাহিত্য পত্রিকারও প্রায় জন্মলগ্ন থেকেই একই পদে আসীন আছেন। এ পত্রিকা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। তিনি শক্ত হাতে তা দমন করেছেন। শুধু তাই নয় পত্রিকাকে এগিয়ে নিতে যা যা করা দরকার তা তিনি করে যাচ্ছেন নিখাদ ভাবে। এ মানুষটির স্বপ্ন ‘তরঙ্গ’ পত্রিকাটি একদিন দৈনিক হবে। হয়তো সেই দিন বেশি দূরে নয় সেটা বাস্তবায়ন হতে। অনেক ত্যাগ এবং প্রচেষ্টার মাধ্যমে সে স্বপ্নের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা। যা সমাজ উন্নয়নে এক অপরিসীম ভূমিকা রেখে চলেছে সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’। আইন সম্পাদক হিসেবে রয়েছেন হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ। তিনি অত্যন্ত ভদ্র-বিনয়ী ও সম্মানী মানুষ। উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন বানিয়াচং এর বিশিষ্ট সাংবাদিক দৈনিক মানবজমিনসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি মখলিছ মিয়া। তিনি একজন স্বজ্জন ও পরোপকারি ব্যক্তিত্ব। ‘তরঙ্গ’ পত্রিকা পাঠক প্রিয়তা পাওয়ার পেছনে এ সৃজনশীল মানুষটির অবদান অনস্বীকার্য।

তরঙ্গ২৪.কম অনলাইন পোর্টালের নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন দৈনিক খোয়াই’র প্রতিনিধি ও সামাজিক ব্যক্তিত্ব মো. সাহিদুর রহমান। এখন পরিকল্পনা অনুযায়ি কাজ করতে হবে। জানি সেটা অনেক কঠিন ও দূর্বোধ্য। তবে চেষ্টার কোন ত্রুটি করা যাবে না। এ পত্রিকা প্রকাশের সাথে সাথে নিজেকে আরও ব্যস্ত করে ফেললাম। তবে আমি বিশ্বাস করি সাহিত্য পত্রিকা ‘তরঙ্গ’র বহু লেখক, অগণিত পাঠক এবং শুভানুধ্যায়িরা বরাবরের ন্যায় পাশে থাকবেন। শিল্প-সাহিত্য ও সুস্থ সংস্কৃতি বিকাশে অনন্য ভূমিকা রাখার দৃঢ় সংকল্প নিয়ে এ লেখার ইতি টানলাম। খোদা হাফেজ।

লেখক : সম্পাদক ও প্রকাশক ‘তরঙ্গ২৪.কম’।