বিশেষ প্রতিনিধি : ঢাকা-১৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আসলামুল হক (৬০) আর নেই। রোববার (৪ এপ্রিল) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি ৩ বার এ আসন থেকে বিপুল ভোটে আওয়ামীলীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি মায়িশা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।