বানিয়াচং প্রতিনিধি ।। হবিগঞ্জের বানিয়াচংয়ে ডা. ইলিয়াছ একাডেমি উচ্চবিদ্যালয় এস.এস.সি -২০১৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ডা. ইলিয়াছ একাডেমি উচ্চবিদ্যালয় মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হেমায়েত আলী খান।
সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং দক্ষিণ-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ আরফান উদ্দিন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মিটন চন্দ্র চন্দ ও বিশিষ্ট মুরুব্বী আফজল মিয়াসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আয়োজনে: মামুন ঠাকুর ,সাহাব উদ্দিন,কায়েস চৌধুরী ,রানা চৌধুরী , খাইরুল আলম,আব্দুর শহিদ,সুহান লস্কর , ফারুক মিয়া ,তোফায়েল আহমেদ ১ , সাগর দেব ,শুভ দত্ত ,মিজান আহমেদ ,হুসাইন মিয়া,ফরহাদ মিয়া,হুমায়ুন আহমেদ ,শাখাওয়াত হাসান,তুফায়েল আহমেদ ২, বাবলি আক্তার,শখিনা আক্তার, মারজানা আক্তার,ইসরাত জাহান কাকলি ,মিশু আক্তার,আলিশা ইসলাম পপি ওবিউটি আক্তার প্রমুখ।