কাজী মাহমুদুল হক সুজন : জেলা প্রশাসকের নেতৃত্বে চুনারুঘাটের পানছড়ি মৌজায় অবৈধ দখল হতে সরকারের ৫৮.৫০ একর জমি উদ্ধার করা হয়েছে।
শনিবার ( ৪রা জুলাই) সকালে উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি মৌজায় ১ নং খাস খতিয়ানভুক্ত ৫৮.৫০ একর সরকারি জমি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করে সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, সহকারি কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত, শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান তরফদার সবুজ প্রমুখ।
এসময় জেলা প্রশাসক উদ্ধারকৃত জমি হতে অবৈধভাবে গাছ কর্তন থেকে বিরত থাকার আহবান জানান।
অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানোগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
