স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম বার্ষিকী উপলক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার ( ২৪ মার্চ) সকাল ১১ টায় বি.কে.জি.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ও বি.কে.জি.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শাখাওয়াত হোসেন রুবেল, জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোঃ আশাদুল হক, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ্, জেলা সহকারী পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা। জেলা তথ্য অফিসার পবন চৌধুরীরর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কবির।
উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ে গল্প শোনাতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল শহীদ। অনুষ্ঠানের পূর্বে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বি.কে.জি.সি সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যঅবরেটরি স্কুল ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।