নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (৩ এপ্রিল) বিকালে এ নারী সাংসদকে হুইপ হিসেবে নিয়োগ দেয় জাতীয়তাবাদী দল ( বিএনপি)।
এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়।