সাহিদুর রহমান, বানিয়াচং থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শোকদিবস -২০২০ উদযাপন উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকাল ৩ টায় উপজেলা হল রুমে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান,মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ খালেক,যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী,উপজেলা ভাইসচেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমরান হোসেন,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, সম্পাদক আঙুর মিয়া,আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া ,প্রেসক্লাব সভাপতি মোশাহেদ আলী,সম্পাদক খলিলুর রহমান খলিল,স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারি আবু আশসাফ চৌধুরী বাবু,ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান,সেক্রেটারি সাইম হাসান পুলক। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের প্রধান উপস্থিত ছিলেন। ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সবাইকে কালো ব্যাজ ধারণ ও বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারী,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক,সামাজিক,সাংবাদিক নেতৃবৃন্দের সামাজিক দুরত্ব বজায় রেখে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার সিদ্ধান্ত গৃহিত হয়।