নিজস্ব প্রতিবেদক : জাতীয় ইদগাহের সাবেক পেশ ইমাম ও মসজিদে নববী মাদ্রাসার সিনিয়র শিক্ষক হবিগঞ্জের কৃতি সন্তান শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক (রহ.)’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাফেজদের সামাজিক সংগঠন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন নেতৃবৃন্দ। শোক বার্তায় তাহফিজ নেতৃবৃন্দ বলেন, শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক (রহ.) একজন বিশ্ববরেণ্য আলেম ও লেখক ছিলেন। খুব স্বল্পভাষী ছিলেন। অনেক উচুঁ মাপের আলেম ছিলেন তিনি।

তাঁর মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ আলেমকে হারালো আর আমরা হবিগঞ্জবাসী হারালাম আমাদের কৃতি সন্তানকে। আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ সাংবাদিক শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহসভাপতি মুফতি আবু সালেহ আহমদ,সহসভাপতি হাফেজ মাওলানা শাহনুর, সাধারণ সম্পাদক হাফেজ তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ সুহাইল আহমদ, পাঠাগার বিষয়ক সম্পাদক হাফেজ মামুনুর রশিদ ও সহ পাঠাগার বিষয় সম্পাদক হাফেজ জামাল আহমদ, সিনিয়র সদস্য হাফেজ মমিনুল ইসলাম, হাফেজ আবু সাঈদ আহমদ, প্রচার সম্পাদক হাফেজ ইকবাল হোসাইন, হাফেজ আবিদ মিয়া, হাফেজ নুরুল ইসলাম, হাফেজ নাসির উদ্দিন, হাফেজ খায়রুল আলম, হাফেজ ফখরুদ্দিন আহমদ, হাফেজ সুজাত, হাফেজ কামরুল ইসলাম, হাফেজ মোস্তাকিম আহমদ জাসেদ প্রমুখ।
উল্লেখ্য, শায়খুল হাদীস আল্লামা ইমদাদুল হক (রহ.) মরহুম শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক (রহ.)’র ছোট ভাই এবং মুজাহিদে মিল্লাত আল্লামা মখলিছুর রহমান (রহ.)’র এর আপন ভাগ্না।