শেখ মো: আলমগীর : বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেছেন নবগঠিত হবিগঞ্জ জেলা যুবলীগের নেতৃবৃন্দ। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নবনির্বাচিত জেলা সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক একে এম মইন উদ্দিন সুমন এর নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন নেতৃবৃন্দ।
এসময় জেলা নেতৃবৃন্দের সাথে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।