শেখ মোঃ আলমগীর/ বদরুল লস্কর, বানিয়াচং থেকে : হবিগঞ্জের বানিয়াচংয়ে পর্যটন স্পটনামে খ্যাত লক্ষীবাওর জলাবন পরিদর্শন করেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব ( অর্থ বিভাগ) মোছা : হাজেরা খাতুন। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লক্ষীবাওর জলাভূমি পরিদর্শন করে মুগ্ধ হন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার (ভুমি)ইফফাত আরা জামান উর্মী, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, আওয়ামীলীগ নেতা ও সৈদারটুলা ছান্দ সর্দার এনামুল হোসেন খান বাহার, উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন ও উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবলে প্রমুখ।

উপসচিব মোছা: হাজেরা খাতুন বলেন, মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী,” মাহবুব আলী এমপি স্যার ও হবিগঞ্জ ডিসি সাহেব আমাকে লক্ষী বাওর জলাবন নিয়ে প্রায়ই বলেন ” আপনি এসে দেখে যান সোয়াম ফরেস্ট নামে খ্যাত অনিন্দ সৌন্দর্য লক্ষীবাওর জলাবনটি। এরই প্রেক্ষিতে আজকে বানিয়াচংয়ে আমার আসা। এখানে ওয়াচ টাওয়ার, লেক, কটেজ, ওয়াসরুমসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করার জন্য মোবাইল ফোনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানকে নির্দেশনা প্রদান করেন এবং অর্থ নিয়ে কোন চিন্তা না করতেও বলেন তিনি। এসময় বানিয়াচং উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও কর্মবীর সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার ভূয়সী প্রশংসা করেন উপসচিব হাজেরা খাতুন।