কাজী মাহমুদুল হক সুজন : রেড জোন ঘোষিত চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে সরকার নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাশ।
সর্বমোট ৭ টি মামলায় ১৩,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
চুনারুঘাট উপজেলায় করোনা ভাইরাস এর সংক্রমণ দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। রেড জোন ঘোষিত এলাকায় যেকোনো ধরণের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। উপজেলা প্রশাসন চুনারুঘাট এর পক্ষ থেকে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।