চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল ও কাউন্সিলরগনের দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবারর সকাল ১১টায় দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে সাচিবিক দায়িত্ব পালন করেন পৌরসভার সচিব নুরে আলম সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাস, ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট উপজেলা আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ, দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার। এতে পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, বিভাগীয় কর্মকর্তা, গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে নবনির্বাচিত মেয়র এর দায়িত্ব গ্রহন উপলক্ষে বিকেল পৌরসভার সামনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।

বিশেষ অতিথি ছিলেন সাটিয়াজুরী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ মাষ্টার, উবাহাটা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাৎগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী, গাজীপুর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার. সাবেক চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহলাদার, দপ্তর বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ,
সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অ সামাদ, আব্দুল গাফ্ফার, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা শফিউল আলম মানিক, আনিসুর রহমান আনিস। এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক, পৌর আওযামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌরসভায় ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগন, ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ওসংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক,
পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমুখ। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মইনুল হক চৌধুরী।
গত ১৪ ফেব্রƒয়ারী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা সাইফুল আলম রুবেল বিএনপি প্রার্থী সাবেক মেয়র নাজিম উদ্দিনের চেয়ে ৩ হাজার ২৭৫ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন এবং গত মঙ্গলবার ৯ মার্চ পৌর পরিষদ সিলেট বিভাগীয় কমিশনার এর কাছে শপথ নেন।