কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের বরাদ্দ থেকে ডক্টরস হেলথ বুথ, হাত ধৌতকরণ বেসিন ১০ টি, অক্সিজেন সিলিন্ডার ও আইশোলেসন ওয়ার্ড এর জন্য ১০ টি ফ্যান দেওয়া হয়েছে। শনিার ( ৪রা জুলাই ) দুপুরে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান হাসপাতাল কতৃপক্ষকে এসব সামগ্রী প্রদান করেন।
এসব সামগ্রী গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন ও আরএমও ডাঃ ফাতেমা হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস ও পৌর মেয়র নাজিম উদ্দীন।
অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন ওসি (তদন্ত) চম্পক দাম, শেখ জসিম,আনোয়ার হোসেন ও লিজন লস্কর প্রমুখ।