কাজী মাহমুদুল হক সুজন : চুনারুঘাটে একই পরিবারে ৪জন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদারসহ ২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।তন্মধ্যে ২জন এর পুনরায় পজেটিভ আসছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জন। মৃত্যুবরণ করেছেন ২ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, বুধবার রাতে ঢাকা থেকে তাদের রিপোর্ট পজেটিভ আসে।
সূত্রে জানা যায়, নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,একই পরিবারে ৪জন তন্মধ্যে ২জন পুনরায়সহ বাকিরা পৌর শহরের বাসিন্দা।
উপজেলায় এ পর্যন্ত ১২৪২ জনের কভিট-১৯ (করোনাভাইরাস) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ১১২ জনের নমুনা পজিটিভ এসেছে।