কাজী মাহমুদুল হক সুজন: চুনারুঘাট উপজেলাকে ইতোমধ্যে রেড জোন হিসাবে ঘোষণা করেছেন হবিগঞ্জ সিভিল সার্জন অফিস । মানুষকে সুরক্ষা দিতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে রবিবার (২১ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রেড জোন ভুক্ত এলাকা গুলিতে যে কোন ধরণের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করতে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে এ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করায় চুনারুঘাট পৌর এলাকা,গাজীগঞ্জ বাজার, রানীগাঁও, সুন্দরপুর,সাটিয়াজুরী, বাসুদেবপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান খাঁন।
থানার এসআই হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ জানান, রেড জোনে বিনা প্রয়োজনে কেউ বাসা বাড়ি থেকে বের হতে পারবে না। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের সকল নির্দেশনা সবাইকে মেনে চলার আহবান জানিয়েছেন তিনি। কেউ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।