কাজী মাহমুদুল হক সুজন : ১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসে চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ পরিদির্শকা হিসেবে তৃতীয় বারের মত সাটিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকা সুহেনা খাতুন নির্বাচিত হয়েছেন।একই সাথে শ্রেষ্ঠ কেন্দ্র হিসাবে সাটিয়াজুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসাবেও মনোনীত করা হয়।

গত রবিবার দুপুরে চুনারুঘাট উপজেলা হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারের ক্রেস্ট তোলে দেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) মিলটন পাল। অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন,আরএমও ডাঃ ফাতেমা হক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস,মিড ওয়াইফ সিমা ভর্ট্যাচার্য প্রমুখ।