কাজী মাহমুদুল হক সুজন : চুনারুঘাটে ২ টমটমের সংর্ঘষে রাস্তায় ছিটকে পরে যাওয়া বিধবা মহিলা আরেকটি দ্রুততগামী ট্রাক্টরের চাপায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন । ওই হতভাগি বিধবা মহিলা বিনা খাতুন (৫০) ঘটনারস্থলেই মারা গেছেন। তিনি চুনারুঘাট সদর ইউনিয়ের ঘরগাঁও গ্রামের মৃত শানু মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ( ১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের সাইবোর্ড নামক স্থানে যাত্রাবাহী ২টি টমটমের সংর্ঘষ হয়। এসময় ওই বিধবা মহিলা রাস্তায় ছিটকে পরে গেলে দ্রুতগামী ট্রাক্টর চাপা দিয়ে চলে যায়। ২ টমটমের সংর্ঘষে পুরুষ মহিলাসহ ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বিধবার মরাদেহ থানা পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।