কাজী মাহমুদুল হক সুজন : চুনারুঘাটে স্ত্রীর অনুমতি না নিয়ে ২য় বিয়ে করায় প্রবাসী স্বামীর অন্ডকোষ কেটে নিল স্ত্রী।এ নিয়ে এলাকায় এক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ২টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের পাহাড়ী গ্রাম আলীনগরে।বর্তমানে আহত স্বামী ইছাক মিয়া (৩৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এলাকাবাসী জানান, আলীনগর গ্রামের ইছাক মিয়া (৩৫) একই গ্রামের ছিদ্দিক আলীর কন্যা দিলারা খাতুনকে ৮/১০ বছর আগে বিয়ে করেন। তারা বর্তমানে ২ সন্তানের জনক-জননী। ১৫ বছর যাবত ইছাক মিয়া সৌদি আরব ছিলেন।
বিগত ৩ বছর আগে তিনি দেশে এসে একই ইউনিয়নের উসমানপুর গ্রামের এক যুবতীকে বিয়ে করেন ।কিন্তু সে বিয়ে মেনে নিতে পারছিলেন না ১ম স্ত্রী দিলারা খাতুন। ২য় বিয়ে করার কারনে স্বামী স্ত্রীর মাঝে প্রায়-ই ঝগড়া হতো।
লকডাউনের ২০ দিন আগে প্রবাসি ইছাক মিয়া দেশে আসেন। রবিবার রাতে খাবার শেষে ১ম স্ত্রী দিলারা স্বামীকে পিঠা খেতে দেন। পিঠা খেয়ে স্বামী ইছাক মিয়া অচেতন অবস্থায় বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ২ টায়র সময় সুযোগে দিলারা স্বামীর অন্ডকোষ কেটে নেন। এলাকাবাসীরা জানান, সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক বলেছেন, ১২ ঘন্টার মধ্যে কাটা অন্ডকোষ সংযোজন না করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে!