কাজী মাহমুদুল হক সুজন : মৃতদেহ নিয়ে নদী পারাপারের সময় সাঁকো ভেঙ্গে পানিতে পড়ে ৬ জন আহত হয়েছেন। এ সময় মৃতদেহটিও পানিতে তলিয়ে যায়। এলাকাবাসির সহযোগিতায় আধা ঘন্টা চেষ্টার পর মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১১জুন) সকালে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাওর মধ্যে করাঙ্গী নদীর উপর।
স্থানীয় সু্ত্রে জানা যায়, সকালে খনকারিগাও গ্রামের মৃত নিরঞ্জন পালের ছেলে দুলাল পাল (৪০) বুকে ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য মৌলভীবাজার হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান। মৃতদেহ নিয়ে বিকাল ৩ টায় ফেরার পথে করাঙ্গী নদীর উপর সাঁকো দিয়ে পারাপারের সময় মধ্যে সাঁকোটি ভেঙ্গে গেলে মৃতদেহসহ সবাই নদীতে পড়ে যান। এতে দুলাল,আশিকসহ ৬ জন আহত হয়। এলাকাবাসির সহযোগিতায় মৃতদেহ আধা ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় এলাকায় এক বিস্ময় সৃষ্টি হয়েছে।