কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের হোটেল, বেকারী ও ফাস্টফুট দোকানে দুষণমুক্ত পরিবেশ, পঁচা-বাসি খাবার পরিবেশন থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কর্তৃপক্ষ মতবিনিময় করেছেন। রোববার (৬ ডিসেম্বর) সকালে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হেসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভোক্তা অধিকার হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নেতা আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুক, শফিকুল ইসলাম শফিক, মনিরুজ্জামান আলমগীর, মোহাম্মদ জুবাইর, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ সারোয়ার জাহান। সভায় মিষ্টির প্যাকেটের ওজন ৮৫ গ্রামের মধ্যে থাকা, দই ও রসমালাইয়ের বাক্সের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ মূল্য ও পরিমাণ স্পষ্টভাবে লেখা থাকা, কোন ধরনের রং ব্যবহার না করা জিলাপিতে হাইড্রোজ ব্যবহার না করার বিষয়ে আলোচনা করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে এ বিষয় গুলো সংশোধনের জন্য সময় দেয়া হয়।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে ভোক্তা অধিকার কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:৪৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- ১১৯ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ