কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত লাইসেন্সবিহীন করাত কলগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বৃহষ্পতিবার ( ২৭ আগস্ট) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিলেন রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর,ইচ্ছাকুটা,শাকিরমামদ,শানখলা বাজারে অভিযান চালিয়ে ৪ টি করাতকলের চাকা জব্ধ করেন ভ্রাম্যমাণ আদালত। ২ টি করাতকলকে ২টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল জানান,অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার একদল পুলিশ।