কাজী মাহমুদুল হক সুজন : চুনারুঘাটে বিদেশ ফেরত আব্দুল হামিদ মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছেন। ১৮ বছর বিদেশে থেকে উপার্জন করে ছেলেমেয়ে পড়াশুনা করিয়ে বিয়ে শাদি করিয়েছেন তিনি। দুই ছেলেকে বিদেশে পাটিয়ে হাতে নিয়েছেন মৎস্য চাষ প্রকল্প।
মাত্র ২ বছরে লাভের চোখও দেখতে শুরু করেছেন।
চুনারুঘাট উপজেলার রানীগাঁও গ্রামের বিদেশ ফেরত আব্দুল হামিদ বাড়ির পাশে ৫ খেয়ার ধানের জমিতে চাষ করেছেন বিভিন্ন প্রজাতির মাছ। শুধু তাই নয় জমির চার দিকে লাগিয়েছেন বিভিন্ন সবজির গাছ।
বাড়িতে গড়ে তোলেছেন হাসঁ-মুরগির খামার।

সব মিলিয়ে খরচ বাদ দিয়ে বছরে থাকছে তার দেড় লক্ষাধিক টাকার উপরে। এতেই তিনি সন্তুষ্ট। কারন পরিবার পরিজন নিয়ে বাড়িতে থাকতে পারছেন। আব্দুল হামিদ জানান, তিনি এ প্রকল্পকে আধুনিকায়ন করতে সরকারি- বেসরকারি সহযোগিতা প্রয়োজন।
চুনারুঘাট উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, ধানের জমিতে মৎস্য চাষ খুবই ভালো উদ্যোগ। তিনি প্রকল্পটি পরিদর্শন করে পরবর্তী করণীয় সম্পর্কে জানাবেন।