হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রধানমন্ত্রী ঘোষিত বাল্লা স্থলবন্দর বাস্তবায়নের জন্য প্রকল্পের আওতায় ১৩ একর ভূমি হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকালে প্রত্যাশী সংস্থা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিকট চুনারুঘাট উপজেলার গাজীপুর মৌজায় বাল্লা স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের ১৩ একর ভূমির দখল হস্তান্তর করা হয়।

অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর/গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, ৫৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সামীউন্নবী চৌধুরী, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল , ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ সামসুদ্দিন রেজা,সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমিন, স্থলবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় ব্যবসায়ীগণ, সাংবাদিকবৃন্দ ও অধিগ্রহণকৃত ভূমির মালিকগণ।