স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেছে দূর্বৃত্তরা। এসময় র্যাব এবং পুলিশের তাড়া খেয়ে তারা পালিয়ে যায়। রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে খুব শান্তিপূর্ণভাবে এ কেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। বেলা আড়াইটার দিকে একদল যুবক লাঠি-বাঁশ নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করে। এসময় টহলরত র্যাব এবং পুলিশের তাড়া খেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এর পর ভোটাররা দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে। পরে যথারীতি পরিস্থিতি শান্ত হলে ভোট গ্রহণ চলে।