কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিজিবির হাতে সাড়ে ১০ কেজি গাজাসহ জামাই শাশুড়িকে আটক করা হয়েছে।তাদের সাথে আরো ১জনকে গ্রেফতার করা হয়। শনিবার ( ৭ নভেম্বর) সকাল সাড়ে ৮ টায় দিকে উপজেলার গইবিল বিজিবিরর একটি টিম ছয়শ্রী গ্রামের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সিএনজি থেকে জব্দ করা হয় সাড়ে ১০কেজি গাজা । গইবিল বিজিবি ল্যাঃ নায়ক মোঃ রফিকুল ইসলাম (৭৯০৬০) এ বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতরা হলো উপজেলার বড়াই গ্রামের ছইবুল্লাহ মিয়ার পুত্র জাবেদ মিয়া(২২), মাজেদার মেয়ের জামাই ডুলনা গ্রামের আলী হোসেন( ২৩) ও ইকরতলী গ্রামের হারুন মিয়ার স্ত্রী মাজেদা বেগম( ৪৫)। অপর দুজন অভিযান টের পেয়ে পালিয়ে যায়। তাদেরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে ৫জনের নামে মাদক আইনে মামলা করা হয়। চুনারুঘাট থানা পুলিশ আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে গাজা বহনের সময় জামাই শাশুড়িসহ আটক ৩জন
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:১২:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
- ১০৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ