চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে করোনা প্রতিরোধে প্রচারাভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৫এপ্রিল) সকাল ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাজারসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রচারাভিযান ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। মন্ত্রীপরিষদ কর্তৃক ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়। লকডাউন চলাকালীন সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান,
ফার্মেসী ছাড়া সকল ব্যবস্থা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং সকলকে মাস্ক পরিধানসহ কঠোর স্বাস্থ্য বিধি মেনে দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করতে উপজেলা প্রশাসন এর পক্ষ হতে সকলকে অনুরোধ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রচারাভিযানকালে স্বাস্থবিধি না মানায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ২৫ (২) ধারায় ৬টি মামলায় ২ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রচারাভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল । এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সার্বিকভাবে সহযোগিতায় করেন অফিসার ইনচার্জ (তদন্ত) চম্পক দামসহ চুনারুঘাট থানা পুলিশের একটি দল।