কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ক্যানভাসের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজের সদস্যগণ ছবি অঙ্কন করে ক্যানভাস তৈরী করেন।
এবারের দিবসে করোনাকালীন সময়ে নারীদের ভুমিকার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,ওসি (তদন্ত) চম্পক দাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা আক্তার,উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সোনালী রায় মৌ,ব্র্যাক কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,সাংবাদিক, উদ্যেক্তা,আইজিএ প্রশিক্ষনার্থী ও পল্লী সমাজের সদস্যগণ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।