হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আঃ শহীদ (৫০) কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। সে উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের মৃত আবু চান মিয়ার পুত্র । মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকাল ৫ টায় উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের খেতামারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

খোয়াই নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন এর দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার একদল পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।