কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তর বাজার এলাকায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বুধবার ( ১৫ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। এ সময় ১ টি মামলায় অপরাধীকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে। যারা সরকার অনুমোদিত বালুমহাল ব্যতিত অবৈধভাবে বালু উত্তোলন এবং পরিবহন করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।