কাজী মাহমুদুল হক সুজন : চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোলগাঁও এলাকায় খোয়াই নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৩ জুন)সন্ধায় অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান।
এ সময় গোলগাঁও এলাকায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি মেশিন, ২০০ ফিট পাইপ, ১ টি ট্রাক্টর ও আনুমানিক ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযানের আগেই বালু খেকুরা পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। বালু উত্তোলনের মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি দল। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারগণ।