ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বানিয়াচং মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন : সভাপতি লিটন, সম্পাদক আব্দাল মিয়া Logo নবীগঞ্জে মোটরসাইকেল চাপায় স্কুল ছাত্র নিহত : মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo আজ হবিগঞ্জ আসছেন কবির বিন আনোয়ার : জেলা আ’লীগ অফিসে উদ্বোধন করবেন স্মার্ট কর্নার Logo উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যাকে আবারও নির্বাচিত করুন : এমপি মজিদ খান Logo ইকরাম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেছেন এমপি মজিদ খান Logo উন্নত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারে সততা ডায়াগস্টিক সেন্টার উদ্বোধন Logo বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্রবাজদের ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হবে Logo বানিয়াচংয়ে ইকরাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাঁই : ব্যাপক ক্ষতি Logo হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে বার্ষিক মিলাদ মাহফিল Logo পাহাড়পুরবাসীর ভালোবাসায় সিক্ত জনতার এমপি আব্দুল মজিদ খান

চুনারুঘাটের সাতছড়িতে প্যারালাল অভিযানে ৬২ ফাঁদ উদ্ধার

  • তরঙ্গ ২৪ ডেস্ক :
  • আপডেট সময় ০৪:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে প্যারালাল অভিযানে মোটরসাইকেলে ব্রেক ও ক্লাসের তার দিয়ে তৈরী ৬২টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ জানুয়ারি) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল ইসলাম চৌধূরীর নেতৃত্বে ৪০ জনের দুটি দল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাতছড়ি ও তেলমা বনবিটের সংরক্ষিত বনে এ অভিযান চালায়।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক মুনতাসির মাহমুদ সাতছড়ি বনে একটি গবেষনার কাজ করতে এসে বনের ভেতর ১০টি বিশেষ ধরনের শিকারিদের ফাঁদ এবং একটি ফাঁদে বন্য শুকুর আটকে মারা গেছে এমন দৃশ্য দেখতে পান। তিনি এসব ছবি তুলে নিয়ে বিষয়টি জানান স্থানীয় সাংবাদিকদের। এনিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বনবিভাগের। তাৎক্ষনিক বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল ইসলাম চৌধুরী গতকাল মঙ্গলবার দিনব্যাপী সাতছড়ি বনে প্যারালাল সার্চ অভিযান চালান। অভিযানে বন বিভাগ,সহ- ব্যবস্থাপনা কমিটি, সিপিজি সদস্য ও বনকর্মীদের ৪০ জনের দুটি দল আলাদা আলাদা বনে এ অভিযান চালায়। ৩০ থেকে ৩৫ ফুট দুরত্ব বজায় রেখে বনকর্মীরা সারা বন তন্ন তন্ন করে খুজে ৬২টি তারের তৈরী বিশেষ ধরণের ফাঁদ উদ্ধার করে।

 

ছবি- বন্যপ্রাণী ধরার ফাঁদ।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল ইসলাম চৌধুরী জানান, মোটর সাইকেলে ব্রেক ও ক্লাসের তার দিয়ে তৈরী বিশেষ ধরণের এ ফাঁদ আমাদের দেশের মূল্যবান বন্যপ্রাণীদের অবৈধভাবে ধরার ক্ষেত্রে এই পদ্ধতি খুবই উদ্বেগজনক ও ভয়াবহ পন্থা । এ ফাঁদ দিয়ে বন্যপ্রাণী শিকারের বিষয়টি আমার নজরে আসার সাথে সাথেই আমি প্রথমেই আজ মঙ্গলবার সাতছড়ি ও তেলমছড়া বনে ৪০ জনের দুটি টিম নিয়ে অভিযান পরিচালনা করি। তিনি বলেন, এতে বনবিভাগের সদস্য ছাড়াও স্থানীয় ভিলেজার্স (বনের অধিবাসী) সিএমসি এবং সিপিজি সদস্যরা প্যারালাল লাইন সার্চ কার্যক্রমে অংশ নেন। বন বনের মধ্যে সমান দূরত্ব রেখে পুরো বনকে অনুসন্ধান করা হয়েছে। অভিযানে দুটি বিটে ৬২টি ফাদঁ উ্দ্ধার করা হয়েছে। এটা অত্যেন্ত উদ্বেগজনক। তিনি বলেন, এ ৬২টি ফাঁদ উদ্ধারের ফলে অনেকগুরো বন্যপপ্রাণী হয়তো মৃত্যুর হাত থেকে বেচেঁ গেল। তিনি এজন্য বনবিভাগের সকল কর্মীদের আরো সজাগ ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বনের চারদিকের মানুষদের সচেতনতা তৈরীর আহবান জানান।
এদিকে সংরক্ষিত বনে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী গবেষকরা। সাতছড়ি বনে শিকারিদের এ ধরনের বিশেষ ফাঁদের যিনি আবিস্কারক তিনি ঢাবির প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক মুনতাসির আকাশ বলেন, এর চেয়ে সুন্দর উদ্যোগ আর হতে পারেনা। একসাথে এত ফাঁদ উদ্ধারের কারণে অনেকগুলো বন্যপ্রাণী বেঁচে গেল। বন বিভাগের এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

বানিয়াচং মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন : সভাপতি লিটন, সম্পাদক আব্দাল মিয়া

চুনারুঘাটের সাতছড়িতে প্যারালাল অভিযানে ৬২ ফাঁদ উদ্ধার

আপডেট সময় ০৪:১৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে প্যারালাল অভিযানে মোটরসাইকেলে ব্রেক ও ক্লাসের তার দিয়ে তৈরী ৬২টি ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ জানুয়ারি) বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল ইসলাম চৌধূরীর নেতৃত্বে ৪০ জনের দুটি দল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাতছড়ি ও তেলমা বনবিটের সংরক্ষিত বনে এ অভিযান চালায়।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক মুনতাসির মাহমুদ সাতছড়ি বনে একটি গবেষনার কাজ করতে এসে বনের ভেতর ১০টি বিশেষ ধরনের শিকারিদের ফাঁদ এবং একটি ফাঁদে বন্য শুকুর আটকে মারা গেছে এমন দৃশ্য দেখতে পান। তিনি এসব ছবি তুলে নিয়ে বিষয়টি জানান স্থানীয় সাংবাদিকদের। এনিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে বনবিভাগের। তাৎক্ষনিক বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল ইসলাম চৌধুরী গতকাল মঙ্গলবার দিনব্যাপী সাতছড়ি বনে প্যারালাল সার্চ অভিযান চালান। অভিযানে বন বিভাগ,সহ- ব্যবস্থাপনা কমিটি, সিপিজি সদস্য ও বনকর্মীদের ৪০ জনের দুটি দল আলাদা আলাদা বনে এ অভিযান চালায়। ৩০ থেকে ৩৫ ফুট দুরত্ব বজায় রেখে বনকর্মীরা সারা বন তন্ন তন্ন করে খুজে ৬২টি তারের তৈরী বিশেষ ধরণের ফাঁদ উদ্ধার করে।

 

ছবি- বন্যপ্রাণী ধরার ফাঁদ।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল ইসলাম চৌধুরী জানান, মোটর সাইকেলে ব্রেক ও ক্লাসের তার দিয়ে তৈরী বিশেষ ধরণের এ ফাঁদ আমাদের দেশের মূল্যবান বন্যপ্রাণীদের অবৈধভাবে ধরার ক্ষেত্রে এই পদ্ধতি খুবই উদ্বেগজনক ও ভয়াবহ পন্থা । এ ফাঁদ দিয়ে বন্যপ্রাণী শিকারের বিষয়টি আমার নজরে আসার সাথে সাথেই আমি প্রথমেই আজ মঙ্গলবার সাতছড়ি ও তেলমছড়া বনে ৪০ জনের দুটি টিম নিয়ে অভিযান পরিচালনা করি। তিনি বলেন, এতে বনবিভাগের সদস্য ছাড়াও স্থানীয় ভিলেজার্স (বনের অধিবাসী) সিএমসি এবং সিপিজি সদস্যরা প্যারালাল লাইন সার্চ কার্যক্রমে অংশ নেন। বন বনের মধ্যে সমান দূরত্ব রেখে পুরো বনকে অনুসন্ধান করা হয়েছে। অভিযানে দুটি বিটে ৬২টি ফাদঁ উ্দ্ধার করা হয়েছে। এটা অত্যেন্ত উদ্বেগজনক। তিনি বলেন, এ ৬২টি ফাঁদ উদ্ধারের ফলে অনেকগুরো বন্যপপ্রাণী হয়তো মৃত্যুর হাত থেকে বেচেঁ গেল। তিনি এজন্য বনবিভাগের সকল কর্মীদের আরো সজাগ ও বন্যপ্রাণী শিকার প্রতিরোধে বনের চারদিকের মানুষদের সচেতনতা তৈরীর আহবান জানান।
এদিকে সংরক্ষিত বনে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে প্রকৃতিপ্রেমী ও বন্যপ্রাণী গবেষকরা। সাতছড়ি বনে শিকারিদের এ ধরনের বিশেষ ফাঁদের যিনি আবিস্কারক তিনি ঢাবির প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক ও বন্যপ্রাণী গবেষক মুনতাসির আকাশ বলেন, এর চেয়ে সুন্দর উদ্যোগ আর হতে পারেনা। একসাথে এত ফাঁদ উদ্ধারের কারণে অনেকগুলো বন্যপ্রাণী বেঁচে গেল। বন বিভাগের এ ধরনের উদ্যোগকে তিনি স্বাগত জানান।