কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের প্রয়াত কাউন্সিলর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট সিএনজি মালিক সমিতির সাবেক সভাপতি কামাল উদ্দিন মিলনের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাদ যোহর চুনারুঘাটের মডুরারবন্দস্থ হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহ্ শালাহরসহ ১২০ আউলিয়ার দরবার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিল শেষে মোনাজাত করেন পশ্চিম পাকুড়িয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জালাল উদ্দিন।
উল্লেখ, প্রয়াত কাউন্সিলর কামাল উদ্দিন মিলন চুনারুঘাট পৌরসভার (৭নং ওয়ার্ড) পশ্চিম পাকুড়িয়া গ্রামের পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদারের পুত্র ও চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটনের ছোট ভাই।