ইমতিয়াজ আহমেদ লিলু : ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের দূর্বাকন্যা আইশা হোসেন মীম। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামে ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় কুমি ইভেন্টে স্বর্ণ পদক জয় করেন চুনারুঘাট দূর্বাঘাস নারী কারাতে প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক আইশা হোসেন মীম। এ প্রতিযোগিতায় সারা বাংলাদেশের ৭০টি দল অংশগ্রহণ করেছে। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত ২১টি স্বর্ণপদকের প্রতিযোগিতা চলবে। সমাপনীর দিন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানা যায়। স্বর্ণজয়ী আইশা হোসেন মীম ধারাবাহিকতা বজায় রাখতে সবার দোয়া কামনা করেন।

উল্লেখ্য যে, স্বর্ণজয়ী আইশা হোসেন মীমের পিতা মোঃ হোসেন আলী ছিলেন জাতীয় পর্যায়ের কারাতে খেলোয়ার (১৯৮৮-২০০৪) পর্যন্ত। তার মধ্যে ১৯৯৬ সালে কারাতে কন্যা মীম এর পিতাকে নিয়ে গঠিত হয় প্রথম বাংলাদেশ দল। যারা world championship খেলেন। এছাড়াও তিনি সাফ গ্রেমস খেলেন। তাঁর পিতা কারাতে জগতে” আয়রণ ম্যান “হিসেবে পরিচিত। বিষয়টি নিশ্চিত করেন আইশা হোসেন মীমের স্বামী হবিগঞ্জ জেলার গর্ব চুনারুঘাট উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অন্যতম খেলোয়ার মোঃআব্দুল মুমিন সাদ্দাম । হবিগঞ্জের কৃতি সন্তান দুর্বা কন্যা আইশা হোসেন মীম জাতীয় কারাত প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তরঙ্গ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক শিব্বির আহমদ আরজু।