কাজী মাহমুদুল হক সুজন : হবিগঞ্জের চুনারুঘাটের ঐতিহ্যবাহী ডিসিপি হাইস্কুলকে বাঁচাতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ফেইজবুক লাইভে আহব্বান জানিয়েছেন। সোমবার (২৭) জুলাই দুপুরে আলোচিত ব্যারিস্টার সুমন চুনারুঘাটের সবচেয়ে পুরাতন বিদ্যালয়টিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসাবে গত বছরের ফল বিপর্যয়, দলাদলি ও বিদ্যালয়ের সংস্কারের অভাব নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের এই বিদ্যালয়টি তার ঐতিহ্য হারাবে। ধ্বংস হবে আমাদের ভবিষ্যৎ প্রজম্ম। তা ছাড়া তিনি চুনারুঘাটের একমাত্র ফুটবল মাঠ নিয়েও কথা বলেন। তিনি ফুটবল মাঠের উন্নয়নের জন্য চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছুকে তিনি ধন্যবাদ জানান।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটের ঐতিহ্যবাহী ডিসিপি হাইস্কুলকে বাঁচাতে ব্যারিস্টার সুমনের আহব্বান
-
তরঙ্গ ২৪ ডেস্ক :
- আপডেট সময় ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- ১১৯ বার পড়া হয়েছে
ট্যাগস